আঠারো বছরে
‘এসো কিছু করি’
বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের অর্থনৈতিক প্রতিকুলতার ভাঙা পথে দিশা দেখাতে, তাদের স্বপ্ন দেখার সাহস যোগাতে আমাদের পথ চলা শুরু হয়েছিল ২০০৭ সালে। দেখতে দেখতে ১৮ বছরে পা দিল ‘এসো কিছু করি’। বিগত ১৮ বছর ধরে 'এসো কিছু করি'র নিরন্তর প্রয়াস, এই সব ছাত্রছাত্রীকে খুঁজে এনে, তাদের পথের দিশা দেখানো। তাদের স্বপ্ন পূরণ করতে তাদের পাশে নিরলস ভাবে থাকা। প্রতি বছর 'এসো কিছু করি'র যে সব কর্মসূচি চলে, তার বাইরে, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, আমরা আঠারো বছরে পা দেওয়া উদযাপনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন ‘এসো কিছু করি’র প্রাক্তনী, বরেণ্য, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক এবং সদস্যরা। এই উপলক্ষে একটি স্মরণিকার প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানের ভিডিও